সেমিতে না জিতেও সরাসরি ফাইনালে চলে যাবে টিম ইন্ডিয়া! ভারতকে সুবিধা করে দিল ICC-র নিয়ম

চলতি বিশ্বকাপের (Cricket World Cup) গ্রুপ পর্যায়ের খেলা প্রায় শেষ। এবার অংক কষা হচ্ছে সেমিফাইনাল নিয়ে। চারটি দল অবশেষে নিশ্চিত হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড এবারের সেমিফাইনালের চার দল। সেমিফাইনাল নিয়ে এখনও অল্প কিছু প্রশ্ন রয়েছে। আইসিসির এই নিয়ম হয়তো অনেকেরই জানা নেই।
আগামী ১৫ নভেম্বর ভারত (India) বনাম নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে। আগামী ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনস ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই পর্বে আইসিসির একটি নিয়ম ভারতের জন্য খুবই উপকারী বলে প্রমাণিত হতে পারে। এমন পরিস্থিতিতে সমীকরণ যদি একেবারে মানানসই হয় তাহলে ফাইনালে সরাসরি প্রবেশের সুযোগ পেতে পারে ভারত।
২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারতীয় দল। সেমিফাইনালে দারুণ সুবিধা পেতে পারে ভারত। ক্রিকেট প্রেমীদের মনে একটা প্রশ্ন রয়েছে যে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত ওভারে যদি ড্র হয় তাহলে সুপার ওভার হবে নাকি অন্য কোনো নিয়মে ফাইনালের যাওয়ার টিকিট দেওয়া হবে?

আইসিসির নিয়ম অনুযায়ী, দুই দলের মধ্যকার সেমি ফাইনাল ম্যাচে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে যে দলই থাকুক না কেন, ম্যাচ ড্র হলে তারা সরাসরি ফাইনালে প্রবেশ করতে পারবে। ভারত বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, তাই ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ ড্র হলে ভারতকে সুপার ওভার খেলতে হবে না, ভারতীয় দল সরাসরি সেমি-ফাইনালে প্রবেশের সুযোগ পাবে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকাও এই নিয়মের সুবিধা পেতে পারে। কারণ পয়েন্ট টেবিলে তারা অস্ট্রেলিয়ার ওপরে রয়েছে তারা।
0 Comments